ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

করোনায় মারা গেলেন আকিজ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৪, ২৫ আগস্ট ২০২০

আকিজ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শেখ মমিন উদ্দিন (৬২) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের মেঝপুত্র।

সোমবার সন্ধ্যায় ঢাকার মগবাজারস্থ আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মরহুমেরে প্রথম জানাযা সোমবার এশাবাদ আদ দ্বীন হাসপাতালে, দ্বিতীয় জানাযা মঙ্গলবার ফজরবাদ যশোরের নওয়াপাড়ার এসএএফ জামে মসজিদে হয়ে গেছে। পরবর্তী জানাযা তার পৈত্রিক ভিটা বেজেরডাঙ্গায় সম্পন্ন হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

জানাযা শেষে তাকে আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের কবরের পাশে দাফন করা হবে।

শেখ মমিন দেশের অন্যতম ট্যানারি এসএএফ লেদার ইন্ডাস্ট্রিজ, আকিজ ফুটওয়্যার ও গোন্ডেন-আকিজ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি