ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

করোনায় মারা গেলেন যুগ্মসচিব লুৎফুর রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ১৭ জুলাই ২০২০

মো. লুৎফুর রহমান তরফদার

মো. লুৎফুর রহমান তরফদার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সরকারের যুগ্মসচিব ও পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের যোগাযোগ উইংয়ের প্রধান মো. লুৎফুর রহমান তরফদার মারা গেছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

করোনায় আক্রান্ত হয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার হঠাৎ করেই শ্বাসকষ্ট বাড়তে থাকায় ভেন্টিলেটরে নেওয়া হয় তাকে। পরে রাত ১টার দিকে তিনি মারা যান।

সাবেক বাংলাদেশ সিভিল সার্ভিস ইকোনোমিক অ্যাসোসিয়শেনের সহ-সভাপতি ছিলেন তিনি।

লুৎফুর রহমান ৮৬ ব্যাচের ইকোনোমিক ক্যাডারের কর্মকর্তা ছিলেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি