ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় মারা গেলেন ল্যাবএইড পরিচালক ডা. মাহবুবুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২, ২৭ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির পরিচালক এবং চিফ কার্ডিয়াক অ্যানেসথেসিওলজিস্ট ডা. মাহবুবুল ইসলাম। 

তিনি সোমবার (২৬ এপ্রিল) ভোর ৪টা ৩৭ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

ডা. মাহবুবুল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসােসিয়েশনের আজীবন সদস্য ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাদ জোহর নামাজে জানাজা শেষে ঢাকার হাজারীবাগে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

একই সঙ্গে ডা. মাে. মাহবুবুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসােসিয়েশনের সভাপতি ডা. মােস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মাে. ইহতেশামুল হক চৌধুরী।

শোকবার্তায় বাংলাদেশ মেডিকেল অ্যাসােসিয়েশন মরহুম ডা. মাে. মাহবুবুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শােকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি