ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

করোনায় মারা গেলেন সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৬, ২৩ এপ্রিল ২০২১ | আপডেট: ১৪:৩৭, ২৩ এপ্রিল ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোর। তার বয়স হয়েছিল ৬৬ বছর। সংক্রমিত হওয়ার পর বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নব্বই দশকের অন্যতম জনপ্রিয় এই সঙ্গীত পরিচালক বৃহস্পতিবার (২২ এপ্রিল) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শ্রাবণের ছেলে জানান, কিছুদিন আগেই তার বাবার কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ডায়াবেটিসও ছিল। এদিকে, করোনা সংক্রমণ তার ফুসফুসে ছড়িয়ে পড়েছিল। মৃত্যুর কয়েকদিন আগে ভেন্টিলেশনে নেয়া হয়েছিল শ্রাবণকে। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। 

উল্লেখ্য, ৭০ দশকে ভোজপুরি সিনেমার মাধ্যমে সঙ্গীত পরিচালক জুটি হিসেবে সফর শুরু করেছিলেন নাদিম-শ্রাবণ জুটি। কিন্তু বলিউডে তাদের পরিচিতি দেয় মিউজিক্যাল ব্লকবাস্টার সিনেমা ‘আশিকি’র মাধ্যমে। এই সিনেমার জন্যই প্রথম ফিল্মফেয়ার পুরস্কার পান নাদিম-শ্রাবণ জুটি। তারপর একে একে ‘সাজন’, ‘ফুল অর কাঁটে’, ‘দিওয়ানা’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘রাজা’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘পরদেশ’, ‘ধারকান’, ‘রাজ’-এর মতো সিনেমায় নিজেদের সুরে শ্রোতাদের মুগ্ধ করেছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি