করোনায় সাড়ম্বরে হচ্ছে না দুর্গোৎসব (ভিডিও)
প্রকাশিত : ১১:৩৪, ৭ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১২:৪৭, ৭ সেপ্টেম্বর ২০২০
করোনা মহামারির কারণে সাড়ম্বরে হচ্ছে না এবারের শারদীয় দুর্গোৎসব। মন্দির প্রাঙ্গণেই সীমাবদ্ধ থাকবে সকল আনুষ্ঠানিকতা। আতশবাজি পোড়ানো, অতিরিক্ত আলোকসজ্জা এবং জোরে গান বাজানো নিরুৎসাহিত করছে পূজা উদযাপন পরিষদ। মন্দির-মন্ডপে সামাজিক দুরত্ব মানাসহ ২৬ দফা নির্দেশনা দিয়েছে পরিষদ।
মহামারি কেড়ে নিচ্ছে এবারের শারোদোৎসবের রঙ। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে এবার পূজোয় সকল অনুষ্ঠানিকতা হবে স্বাস্থ্যবিধি মেনে। পঞ্জিকা অনুযায়ী ১৭ সেপ্টেম্বর মহালয়া। প্রতি বছর আশ্বিনে পূজো হলেও এ বছর আশ্বিন মলিন বা মলো মাস। এবার এ মাসটি অশুভ হওয়ায় পূজা কার্তিক মাসে। তাই দেবী দুর্গা মর্তে আসবেন মহালয়ার ৩৫ দিন পর। ২২ অক্টোবর মহাষষ্ঠী।
মহামারির এই কঠিন সময়ে ধর্মীয় আচার অনুষ্ঠানে পূজো হবে তবে কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্য নিয়ম। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বলেন, ‘স্বাস্থবিধির কারণে ভক্তরা পুরোপুরিভাবে উৎসবে সম্পৃক্ত হতে পারবেন না।’
সারাদেশের মন্দির ও পূজা কমিটির কাছে এরই মধ্যে ২৬ দফা নির্দেশনা পাঠিয়েছে পুজা উদযাপন পরিষদ। ঢাকের বাদ্য থাকলেও অতিরিক্ত মাইক ব্যাবহার বা আলোকসজ্জার আতিশয্য নিরুৎসাহিত করছে পরিষদ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত বলেন, ‘দর্শনাথী যারা আসবেন তাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনার মধ্যেও পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’
ঢাকা মহানগরীতে এবছর পূজো হবে ২৩৭টি মন্দির-মন্ডপে। ভিড় এড়াতে পূন্যার্থীদের অঞ্জলী ভার্চুয়ালি করার চেষ্টা করছে পূজা উদযাপন পরিষদ। ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি সৈলেন্দ্রনাথ মজুমদার বলেন, ‘অঞ্জলির সময় তাদের জায়গার সংকুলন বুঝে ভক্তদের প্রবেশ করাতে হবে।’ গেল বছর দেশের ৩১ হাজার ১০০টি মন্ডপে পূজো হলেও এবার সে সংখ্যা কিছুটা কমবে।
এমএস/