ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় হজে যেতে না পারলে টাকা মার যাবে না: ধর্ম প্রতিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ৮ মার্চ ২০২০

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের কারণে কেউ যদি হজে যেতে না পারেন, তাহলে তারা আর্থিক ক্ষতির মুখে পড়বেন না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। রবিবার (৮ মার্চ) সচিবালয়ে ২০২০ সালের হজ নিবন্ধন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, টাকা জমা দিয়ে কেউ যদি করোনা ভাইরাসের কারণে হজে যেতে না পারেন তাহলে তাদের টাকা মার যাবে না। এবার যেতে না পারলে আগামীবার যেতে পারবেন।

তিনি জানান, সৌদি আরবের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ হচ্ছে। তারা সব রকমের সহযোগিতা দেবে।

প্রতিমন্ত্রী বলেন, এ বছর সরকারি ব্যবস্থাপনায় মোট তিনটি হজ প্যাকেজ ঘোষিত হয়েছে। প্যাকেজ-১ এ খরচ সর্বমোট চার লাখ ২৫ হাজার, প্যাকেজ-২ এ তিন লাখ ৬০ হাজার ও প্যাকেজ-৩ এ তিন লাখ ১৫ হাজার টাকা।

চাঁদ দেখা সাপেক্ষে ৩০ জুলাই (৯ জিলহজ) হজ অনুষ্ঠিত হবে। ২৩ জুন শুরু হবে হজ ফ্লাইট। আর ১৫ মার্চের মধ্যে শেষ করতে হবে নিবন্ধন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি