ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

করোনায় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৮, ১২ জুন ২০২০ | আপডেট: ১৩:৩১, ১২ জুন ২০২০

মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার (৪৩)। 

শুক্রবার (১২জুন) সকাল সাড়ে ৯টার দিকে এনআইসিভিডির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম-সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

তিনি বলেন, এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ২৮ জন চিকৎসক মারা গেলেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

এছাড়া গতকাল পর্যন্ত এক হাজার ১৫৩ জন চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে বলে জানান ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি