ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

করোনা আক্রান্তে বিশ্বে শীর্ষ ২০ এ বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৭, ৫ জুন ২০২০

করোনার প্রাদুর্ভাবে ক্রমশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রাণঘাতি এ ভাইরাসটিতে সংক্রমিত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষ ২০ এর মধ্যে। শুক্রবারই এমন অবস্থানে স্থান করে নেয় বাংলাদেশ। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, করোনাভাইরাস সংক্রমিত দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

করোনা সংক্রমিত দেশের মধ্যে দ্বিতীয় ব্রাজিল, তৃতীয় রাশিয়া, চতুর্থ স্পেন, পঞ্চম যুক্তরাজ্য, ষষ্ঠ ইতালি, সপ্তম ভারত, অষ্টম জার্মানি, নবম পেরু ও দশম অবস্থানে রয়েছে তুরস্ক। এরপর ক্রমান্বয়ে রয়েছে ইরান, ফ্রান্স, চিলি, মেক্সিকো, সৌদি আরব, কানাডা, পাকিস্তান, চীন ও কাতার।

গত ৮ মার্চ বাংলাদেশের প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শুক্রবার নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৮২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট ৬০ হাজার ৩৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন ৮১১ জন। 

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি