ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

করোনা উপসর্গ নিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এডির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৯, ২১ জুন ২০২০

বগুড়ায় করোনার উপসর্গ নিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক সহকারী পরিচালক (এডি) মজিবুর রহমানের (৫৮) মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে তিনি মারা যান।

এ খবর নিশ্চিত করেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খায়রুল বাশার মোমিন।

মোমিন বলেন, ‘মজিবুর রহমান টিএমএসএস হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে বেলা সাড়ে ১২টার দিকে আইসোলেশন ইউনিটে ভর্তি হন। তিনি উচ্চ রক্তচাপ ও অ্যাজমায় ভুগছিলেন। পাশাপাশি তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। শনিবার রাত ৮টার দিকে তিনি মারা যান।’

মোহাম্মদ আলী গাজীপুরের কাপাসিয়া এলাকার বাসিন্দা হলেও মহাস্থানগড়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কোয়ার্টারে থাকতেন।

অপরদিকে শনিবার দুপুরে শহরের খান্দার এলাকার এক নারী করোনা উপসর্গ নিয়ে মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার রাতে একজন কৃষক ও একজন আইনজীবী সহকারি মারা গেছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি