ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

করোনা মোকাবেলায় দশ কোটি ডলার ঋণ দিচ্ছে এআইআইবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩২, ২৫ ফেব্রুয়ারি ২০২১

কোভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স এন্ড প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস প্রজেক্টের জন্যে দশ কোটি মার্কিন ডলার লোন দিচ্ছে এশীয় পরিকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)। বাংলাদেশ সরকার ও এআইআইবি’র মধ্যে ১৯ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইআরডির যুগ্ম সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকি ও এআইআইবির ভারপ্রাপ্ত মহাপরিচালক রজত মিশ্র নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

স্বাস্থ্যসেবা বিভাগের উদ্যোগে গৃহীত প্রকল্পটি স্বাস্থ্য অধিদপ্তর বাস্তবায়ন করবে। কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে এবং দেশে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে এ প্রকল্প হাতে নেয়া হয়েছে। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত একনেক সভায় তিন বছর মেয়াদি এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি