ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

করোনা সতর্কতায় আসিফের গান ‘আসবে বিজয়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১১, ২৭ মার্চ ২০২০

করোনার আক্রান্ত পুরো বিশ্ব। বাংলাদেশও এর বাইরে নয়। ইতিমধ্যে বেশ কয়েকজন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন অনেকে। এ অবস্থায় করোনায় আক্রান্তদের পাশে থাকতে চান জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। সেই সঙ্গে এ সংক্রান্ত যে কোনো কাজে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার ঘোষণাও দিয়েছেন তিনি। প্রয়োজনে নিজের অর্থ খরচ করেও তিনি এ কাজ করতে প্রস্তুত। নতুন খবর হচ্ছে- এবার করোনা সচেতনতা নিয়ে নতুন একটি গান করলেন আসিফ। গানের শিরোনাম ‘আসবে বিজয়’। 

গানটি লিখেছেন জামাল হোসেন। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মুহিন খান। 

এ গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘আমাদের দেশেও করোনার ব্যাপকতা দিন দিন বেড়েই চলেছে। সবার কাছে অনুরোধ করছি আতঙ্কিত না হওয়ার জন্য। সঠিকভাবে নিয়ম মেনে চলুন। জনসমাগম এড়িয়ে চলুন। যারা বিদেশ থেকে এসেছেন তারা আমাদের দেশি, আপনারা নিজেদের মতো করেই নিরাপদে থাকুন। আপনার পরিবারের ভালোর জন্যই আপনাদের সাবধানে থাকতে হবে। ভবিষ্যতে বড় দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে নিজেকে নিজেই রক্ষা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘গুজবে কেউ কান দেবেন না। গুজব এড়িয়ে চলবেন। আবার গুজব ছড়ানোর কেউ চেষ্টা করবেন না। আমরা জাতি ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে বাংলাদেশের মানুষ একাত্ম হয়েছি। আমরা সবাই যেন করোনার বিরুদ্ধে জয়ী হতে পারি সেই লক্ষ্যেই কাজ করে যাব।’

করোনা সতর্কতায় আসিফ আরও বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে যেন আমরা খাদ্য সংকটে না পড়ি। কেউ যেন অযথাই খাদ্য মজুদ না করেন। কেউ যদি মজুদ করেন তাহলে তা প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করছি। আমাদের সবাইকে ডাক্তারদের সেবা দান করাকে অনুপ্রাণিত করে এগিয়ে আসতে হবে। যুবক ভাইদের বলছি, দেশে যদি বড় ক্রাইসিসে পড়ে তাহলে তারা এ ক্রাইসিস মোকাবেলা করার জন্য এগিয়ে আসেন। সবাইকে সতর্ক করার লক্ষ্যেই আমি আসলে বিজয় গানে কণ্ঠ দিয়েছি। এটি একটি সময়োপযোগী সচেতনতামূলক গান। গানের কথা, সুর আশা করছি সবাইকে করোনার ব্যাপারে সতর্ক করতে উদ্বুদ্ধ করবে।’
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি