ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

করোনা সেবায় আইসিটি বিভাগের একাধিক প্ল্যাটফর্ম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৬, ৩০ মার্চ ২০২০

করোনাভাইরাস মোকাবেলায় দেশের নাগরিকদের তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য ও সেবা দিতে বেশ কয়েকটি প্ল্যাটফর্ম চালু করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

তথ্য, স্বাস্থ্য, শিক্ষা, বিনোদনসহ বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বারোপ করে এসব প্ল্যাটফর্মে কনটেন্ট প্রকাশ করা হবে।

সোমবার (৩০ মার্চ) সরাসরি ভিডিও সংবাদ সম্মেলনে এসব প্ল্যাটফর্ম সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ওয়েব অ্যাপ্লিকেশনভিত্তিক এই প্ল্যাটফর্মগুলো হলো- লাইভ করোনা টেস্ট ডটকম, করোনা অ্যাকশন বট (ক্যাব), কল ফর ন্যাশন ডটকম, প্রবাসী হেলপ লাইন ডটকম এবং স্টার্টআপ ডট গভ ডট বিডি। এরমধ্যে আবার স্টার্টআপ ডট গভ ডট বিডি প্ল্যাটফর্মে ১৭টি ভিন্ন এবং আলাদা প্ল্যাটফর্মও রয়েছে।

স্টার্টআপ বাংলাদেশের তত্ত্বাবধানে বিভিন্ন প্রযুক্তি কর্মজীবী, প্রযুক্তি প্রকৌশলী এবং উদ্যোক্তারা এসব প্ল্যাটফর্ম তৈরি করেছেন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি