ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

কর্নওয়ে-মিচেলের সেঞ্চুরি, জয় দিয়ে সিরিজ শুরু নিউজিল্যান্ডের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২, ৯ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ১০:৪৮, ৯ সেপ্টেম্বর ২০২৩

দারুণ জয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো নিউজিল্যান্ড। চার ম্যাচ সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে এগিয়ে থাকলো কিউইরা।

কার্ডিফে টস হেরে ব্যাট করতে নেমে চার ব্যাটারের হাফ সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ২৯১ রান তোলে ইংল্যান্ড। জবাব দিতে নেমে ২৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

ব্যাট হাতে ডেভিড মালান ৫৪, বেন স্টোকস ৫২, জস বাটলার ৭২ ও লিয়াম লিভিংসটন ৫২ রানে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২৯১।

কিউইদের হয়ে রচিন রবীন্দ্র নেন ৩টি উইকেট। 

জবাবে দিতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে নিউজিল্যান্ড। দুটি উইকেট হারালেও ডেভন কর্নওয়ে ও ড্যারি মিচেল সেঞ্চুরির দেখা পান। কর্নওয়ে ১১১ আর ড্যারি মিচেল অপরজিত থাকেন ১১৮ রানে। তাতে ২৬ বল হাতে রেখে ৮ উইকেটের সহজ জয় পায় কিউইরা।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কনওয়ে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি