ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

কর্নাটক নির্বাচনে বিজেপি-কংগ্রেসের আদর্শের লড়াই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০২, ৫ এপ্রিল ২০১৮

কর্নাটক নির্বাচনে বিজেপি আর কংগ্রেসের মধ্যে ব্যক্তি নয় বরং আদর্শের লড়াই হবে বলে মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কর্নাটকের জনগণ ভালোবাসতে জানে দাবি করে তিনি বলেন, যেখানেই যাচ্ছি তারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, সমর্থন জানাচ্ছেন। তাই আগামী নির্বাচনে কর্নাটক রাজ্যে কংগ্রেস সরকার গঠন করবে বলেও মত দেন তিনি।

মোদি সরকার ডিমনেশিয়ায় ভোগছে জানিয়ে রাহুল বলেন, ‘সরকার গরীবদের কথা না ভেবে, একের পর এক শুল্কহার বাড়িয়ে যাচ্ছে। একদিকে মোদি ব্যাংক নোট নিষিদ্ধ করছেন, অন্যদিকে তার সরকারের ঘনিষ্ঠজনরা ব্যাংক ডাকাতি করছেন। আর এই টাকাগুলো দিয়েছিলেন আপনারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানেন, ব্যাংক লুটকারী নীরব মোদি ও মেহেল চকসি খুব ভালো মানুষ। তাই তাঁদের বিরুদ্ধে তিনি টুঁ শব্দটিও করেননি।

জিএসটি নিয়ে কথা বলতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, সরকার ধাপে ধাপে শুল্কহার বাড়িয়ে দিচ্ছে। কিন্তু গরীবদের কথা একবারের জন্যও ভাবছে না। কৃষকদের জন্য মোদি সরকার কিছুই করছেনা দাবি করে রাহুল বলেন, ‘কৃষকদের ভাতার জন্য আমি নিজে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছি। তিনি কোন উত্তর দেননি। এরপরই গিয়েছি কর্নাটকের সরকারের কাছে। তারা ১০ দিনে ৮ হাজার কোটি রুপি বরাদ্দ দিয়েছেন। তাই কর্নাটক নির্বাচনে এর জবাব জনগণ দিবে বলেও মন্ত্যব করেন তিনি।

সূত্র: জি নিউজ
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি