ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কর্মসংস্থানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক বাংলাদেশে আসবেঃ চুমকি

প্রকাশিত : ১৫:১১, ১৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:১১, ১৩ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

২০২১ সালের পর কর্মসংস্থানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক বাংলাদেশে আসবে বলে মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক প্রতিন্ত্রী মেহের আফরোজ চুমকি। রাজধানীর সিরডাপ মিলনয়তনে শিশু পাচার প্রতিরোধে কমিউটিকে শক্তিশালীকরণ এবং নেটওয়ার্কিং প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান মন্ত্রী। তিনি বলেন, কর্মসংস্থানের আশায় বিদেশে পাড়ি জমিয়ে দেশের অনেক নারীই পাচারের শিকার। আর শিশু পাচারের ঘটনা প্রতিরোধ এখন সরকারের চ্যালেঞ্জ বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, পাচার হয়ে যাওয়া নারীরা অনেকেই আর সামাজিক জীবনে ফিরতে পারেন না । তাই নারী ও শিশু পাচার রোধে কমিউনিটি নেটওয়ার্কিং জোরদারের আহ্বান জানান মন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি