কর্মস্থলে ফিরছেন বাড়ি ফেরা মানুষ, কর্মব্যস্ত হয়ে উঠছে রাজধানী
প্রকাশিত : ১৪:২৯, ১১ জুলাই ২০১৬ | আপডেট: ১৪:২৯, ১১ জুলাই ২০১৬
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন বাড়ি ফেরা মানুষ। সেই সঙ্গে কর্মব্যস্ত হয়ে উঠছে রাজধানী। যানবাহনের চাপ বাড়ায় কোথাও কোথাও সৃষ্টি হচ্ছে যানজটও। তবে যানবাহন সংকটে ট্রেন স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনাল থেকে বাসায় ফিরতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।
ঈদের আনন্দ প্রিয় জনের সঙ্গে ভাগাভাগি করতে যারা বাড়ি গিয়েছিলেন, তাদের ছুটি শেষ। এখন যোগ দিতে হবে কর্মস্থালে। তাই ইট কাঠের যান্ত্রিক জীবনে আবারো ফিরছেন তারা।
ভোরের আলো ফোটার আগেই দক্ষিনাঞ্চল থেকে ঘাটে ভীড়ে লঞ্চ, দিনের বেলায়ও দেখা যায় ভীড়। সায়দাবাদ বাস টার্মিনালেও একই চিত্র।
রাজধানি পর্যন্ত অনেকটা স্বাচ্ছন্দে পৌছাতে পারলেও, রিক্সা ও সিএনজির দৌরাত্বে টার্মিনাল থেকে বাসায় যেতে বিড়ম্বনায় পড়েন অনেকেই।
কমলাপুর রেলস্টেশনেও দেখা যায় ট্রেনে ফেরা মানুষের উপচে পড়া ভীড়।
এদিকে ছুটি শেষ হওয়ায় এরই মধ্যে স্বরুপে ফিরছে রাজধানি। কর্মব্যস্ত হয়ে উঠছে ঢাকাবাসী। যানবাহনের চাপবাড়ায় বিভিন্ন পয়েন্ট দেখা দিচ্ছে যানজট
আরও পড়ুন