কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ, বেড়েছে দুর্ভোগ
প্রকাশিত : ১৫:১৪, ১৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:১৫, ১৮ সেপ্টেম্বর ২০১৬
পরিবার পরিজনদের নিয়ে ঈদের আনন্দ উপভোগ শেষে জীবিকার টানে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। রাজবাড়ীর দৌলতদিয়ায় দুইটি ফেরিঘাট বন্ধ থাকায় দুর্ভোগ বেড়েছে যাত্রীদের। ময়মনসিংহে ট্রেন, বরিশালে লঞ্চঘাট সব জায়গাতেই প্রচন্ড ভীড়। টিকিট কেটেও অনেকে ট্রেনে ও লঞ্চে উঠতে পারছেন না।
রাজবাড়ীর দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে তিনটি সচল ছিল কিন্তুু রোববার সকালে আবার ভেঙ্গে যায় সচল থাকা চার নম্বর ঘাটটি। বর্তমানে দুটি ঘাট দিয়ে চলছে পারাপার। দৌলতদিয়ার জিরো পয়েন্ট থেকে পদ্মা ফিলিং স্টেশন পর্যন্ত সৃষ্টি হয়েছে যানজট।
এদিকে ট্রেনের ভেতরে তিল ধারনের ঠাঁই নেই। আর তাই এভাবেই অনেক যাত্রীকে জীবনের ঝুঁকি নিয়ে উঠতে হচ্ছে ছাদে। ঈদ শেষে কর্মস্থলে ফিরতে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের প্রত্যেকটি ঢাকামুখী ট্রেনের এরকম ভিড়।
তবে যাত্রীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
বরিশাল নদীবন্দরে হাজারো মানুষের ভীড়। ঈদ উপলক্ষে অতিরিক্ত লঞ্চ থাকলেও তা প্রয়োজনের তুলনায় কম বলে জানালেন যাত্রীরা। আর জীবিকার টানে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই পাড়ি দিচ্ছেন নিজ গন্ত্যবের উদ্দেশ্যে।
আরও পড়ুন