ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

কর ফাঁকি দেয়ার কৌশল নিয়ে ১ কোটি ১০ লাখ গোপন নথি ফাঁস

প্রকাশিত : ০৯:৩৭, ৪ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৩:৫৬, ৪ এপ্রিল ২০১৬

পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে ধনী ও ক্ষমতাবান ব্যক্তিদের কর ফা্ধঁসঢ়;কি দেয়ার কৌশল নিয়ে এক কোটি ১০ লাখ গোপন নথি ফাঁস করেছে পানামার একটি আইনি প্রতিষ্ঠান। গোপনীয় নথিগুলোতে বিভিন্ন দেশের ৭২ জন বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধানের নামসহ বহু প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। মোস্যাক ফনসেকা। পানামার একটি আইনী প্রতিষ্ঠান। কোনো রকম ঝামেলা ছাড়াই। গেলো ৪০ বছর ধরে প্রতিষ্ঠানটি তাদের ক্ষমতাশালী মক্কেলদের অর্থ পাচার, কর ফাঁকি, নিষেধাজ্ঞা এড়ানোর পথ দেখিয়ে আসছে। গোপনীয়তা রক্ষার জন্য বিখ্যাত এই প্রতিষ্ঠানটি এবার বিশ্বের ক্ষমতাধর ব্যাক্তিদের কর ফাঁকি ও বিভিন্ন জালিয়াতির এক কোটি ১০ লাখ গোপন নথি ফাঁস করেছে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। নথিগুলোতে বিভিন্ন দেশের ৭২ জন বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধানের নামসহ বহু প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। এসব ব্যাক্তি ও প্রতিষ্ঠান কর ফাঁকিসহ অর্থ পাচার, জালিয়াতি ও বিভিন্ন মাধ্যমে তাদের নিজেদের দেশের সম্পদ লুট করেছে বলে অভিযোগ তাদের। এদের মধ্যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী, ফুটবলার লিওনেল মেসি ও তার বাবা, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমান্ডার গানলাউগসন, মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক, লিবিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মুয়াম্মার গাদ্দাফী, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের নাম রয়েছে। ফাঁস হওয়া নথিগুলোর মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, আর চীনের ক্ষমতাসীন দলের সাবেক-বর্তমান অন্তত ৮ জনের অবৈধ অথবা গোপন সম্পদ থাকার তথ্যও পাওয়া গেছে ফাঁস হওয়া নথির মাধ্যমে। নথিতে রয়েছে ব্রিটিশ রক্ষণশীল এমপি, রাজনীতিবিদের গোপন সম্পদের কথাও। সৌদি বাদশাহ, ভারতীয় অভিনেতা-অভিনেত্রীসহ ৫০০ জনের নাম বেরিয়ে এসেছে এসব নথিতে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি