কর ফাঁকি রোধের আহ্বান জাতীয় কর আইনজীবী সমিতির
প্রকাশিত : ১৪:৩৯, ৩০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:৩৯, ৩০ এপ্রিল ২০১৬
দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করে কর ফাঁকি রোধের আহ্বান জানিয়েছে জাতীয় কর আইনজীবী সমিতি।
২০১৬-১৭ অর্থবছরের বাজেট সামনে রেখে সংবাদ সম্মেলন করে সংগঠনটি । রাজস্ব বৃদ্ধিতে কর ফাঁকি রোধে আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না বলে মন্তব্য করেছে তারা। তাদের অভিযোগ ব্যাক্তি মালিকানাধীন কোটি কোটি টাকার হিসাবে গোপন করা হচ্ছে দুর্নীতির মাধ্যমে। জাতীয় রাজস্বের স্বার্থে অতিথি নিয়ন্ত্রন আইন প্রয়োজন রয়েছে বলেও মনে করে এই সংগঠনটি।ভ্যাট ও আয়কর রিটার্নের হিসাব রাখতে দুদকের আরো নজরদারি না বড়ালে রাজস্ব খাতে সরকার ক্ষতিগ্রস্ত হবে এমন আশংকাও প্রকাশ করে তারা।
আরও পড়ুন