ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

কলকাতার বিরুদ্ধে মুস্তাফিজদের জয়  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪০, ৬ মে ২০১৮

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স জয় লাভ করেছে।জয়ের জন্য ১৮২ রান করার টার্গেট নিয়ে মাঠে নামে কেকেআর। কিন্তু ওয়াংখেড়েতে অনুষ্ঠিত এই ম্যাচে ৬ ইউকেটে ১৬৮ রানে গিয়ে আটকে যায় কেকেআরের ইনিংস।

এতে ১৩ রানে হার হজম করতে হলো তাদের।অধিনায়ক দীনেশ কার্তিক শেষপর্যন্ত অপরাজিত থাকেন ৩৬ রানে ৷ মুম্বইয়ের হয়ে হার্দিক পাণ্ডিয়া ২টি এবং বাকিরা নেন ১টি করে উইকেট ৷ এই জয়ের ফলে প্লে অফে যাওয়ার লড়াইয়ে থাকল মুম্বই ইন্ডিয়ান্স ৷

 শেষ দু’বলে কেকেআরের রান দরকার ছিরো ১৫৷ জয় নিশ্চিত মুম্বইয়ের। ৪ বলে ৫ রান করে ক্রুনাল পাণ্ডিয়ার বলে আউট হলেন নারিন ৷   

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি