ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

কলকাতায় বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ বাংলাদেশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ৬ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে ২২০ জন বাংলাদেশি যাত্রী আটকে আছেন। রোববার (৫ জানুয়ারি) রাতে কুয়ালালামপুর থেকে ঢাকা আসার পথে মালোন্দ এয়ারের (ফ্লাইট নম্বর ওডি-১৬২) একটি বিমান ঘণ কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করে।

১৫ ঘণ্টা পার হলেও যাত্রীদের ঢাকায় ফেরানোর কোনো ব্যবস্থা করা হয়নি। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত যাত্রীদের বিমানে অপেক্ষা করতে হয় এবং পরে কলকাতা বিমানবন্দরের অপেক্ষালয়ে স্থানান্তরিত করা হয়। তবে যাত্রীদের পানি পর্যন্ত দেয়া হয়নি বলে তাদের অভিযোগ। তাদের ফেরত যাওয়ার সময় সম্পর্কেও কোনো সঠিক তথ্য দেয়া হয়নি। 

বিমানে কয়েকজন গুরুতর অসুস্থ যাত্রীও রয়েছেন, কিন্তু তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলে জানা গেছে। 

কলকাতা বিমান বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে এই ঘটনার সত্যতা স্বীকার করলেও এই বিষয়ে সংশ্লিষ্ট বিমান পরিবহন সংস্থার দায়িত্ব বলে দাবি করা হয়।

এদিকে আটক পড়া যাত্রীদের কখন ঢাকায় নিয়ে আসা হবে মালোন্দ এয়ারের কেউ এখনও তার নিশ্চয়তা দিতে পারছেন না। ওই বিমানে গুরুত্ব অসুস্থ যাত্রী রয়েছেন প্রায় ৫ জন। যাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা প্রয়োজন, জানা গেছে সেটারও এখনও পর্যন্ত ব্যবস্থা করা হয়নি।

আটকে পড়া এক যাত্রী জানিয়েছেন, আগামীকাল সকালে তার পরিবারের সঙ্গে বিদেশ বেড়াতে যাওয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত কলকাতা থেকে তাদের নিয়ে যাওয়া হচ্ছে না।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি