ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কলকাতা উপহাইকমিশনের প্রথম সচিব রঞ্জন সেনের মেয়াদ বাড়ল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭, ১৩ জুন ২০২৩ | আপডেট: ১১:৪৯, ১৩ জুন ২০২৩

ভারতের কলকাতায় বাংলাদেশ উপহাই- কমিশনের প্রথম সচিব (প্রেস) পদে আরো এক বছর দায়িত্ব পালন করবেন সাংবাদিক রঞ্জন সেন।

গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রঞ্জন সেন ২০২১ সালের সেপ্টেম্বর উপহাইকিশনে যোগদান করেন।

তার দুই বছর মেয়াদি চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ গতকাল সোমবার শেষ হয়। বর্তমান নিয়োগের ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে ১৩ জুন বা যোগদানের তারিখ থেকে তার এ নতুন নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি