ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

কলারোয়ায় ইয়াবাসহ আটক ২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৫, ২৭ আগস্ট ২০২১

সাতক্ষীরার কলারোয়ায় র‌্যাবের অভিযানে ২৭৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকরা হল, কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত. মহির উদ্দিনের ছেলে আল-আমিন হোসেন (২১) ও সাতক্ষীরা পৌর সদরের রইচপুর এলাকার মৃত. আব্দুর রাজ্জাকের ছেলে জয়নাল আবেদীন (২৭)। 

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া সরকারী কলেজের মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় আল-আমিন হোসেন (২১) নামে ওই যুবককে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এবিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণী ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে সাতক্ষীরা সদর উপজেলার খানপুর গ্রামের নির্মাণাধীন জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এসময় জয়নাল আবেদীনকে দুই কেজি গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়। এই ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি