ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

কলারোয়ায় শীতকালীন সবজি চাষে সাবলম্বী চাষীরা

প্রকাশিত : ১০:৫২, ২২ জানুয়ারি ২০১৯

সাতক্ষীরার কলারোয়ায় শীতকালীন বিভিন্ন জাতের তরকারি চাষে সাবলম্বী হয়েছেন চাষীরা। শীতকালীন নানান জাতের তরকারি চাষে উপজেলার সব চাষীরা মুনাফার মুখও দেখছেন।

শীতকালীন বিভিন্ন জাতের চাষাবাদের মধ্যে-বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, আলু, পিঁয়াজ, রসুন, প্রভৃতি চাষে শহর ও গ্রামাঞ্চলের প্রতিটি শ্রেণী পেশার মানুষের খাদ্য চাহিদা পূরণ করছে চাষীরা।

কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নেই প্রতি বছর কমবেশি ওই শীতকালীন বিভিন্ন জাতের তরকারির চাষাবাদ হয়ে থাকে। উপজেলার যুগিখালী ইউনিয়নবর্তী ঢালীপাড়ার বাসিন্দা মিনাজুল ইসলাম জানান, নিজের তেমন কোনও জমিজমা না থাকায় দীর্ঘদিন ধরে লোকের জমি বছরে আনুপাতিক ১ হাজার ২০০ টাকা হারে লিজ/বর্গা নিয়ে বিভিন্ন ফসল ফলান। শীতকালীন বিভিন্ন জাতের তরকারি চাষও করেন। অন্যান্য ফসলে খরচ ও কায়িক  শ্রমানুপাতে তেমন একটা লাভের আশা না করা গেলেও প্রতি বছরের ন্যায় তরকারি চাষে লাভের মুখ দেখা যায়। এ বছরও দুই বিঘা লিজের জমিতে তরকারি চাষাবাদে সন্তুষ্ট, বাঁধাকপিসহ শীতকালীন বিভিন্ন জাতের তরকারিতে স্বাবলম্বী। বাজার দর অনুযায়ী প্রতি দিন প্রায় ৬০০ টাকার বাঁধাকপি বিক্রি করতে পারেন বলে জানান তিনি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি