ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

কলারোয়ায় ৬ ডাকাত আটক, অস্ত্র-গুলি উদ্ধার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০২, ৬ মার্চ ২০২৩

কলারোয়ায় ডাকাত দলের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কোটার মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। 

এতে এএসপি, ওসি সহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। এসময় ডাকাত দলের এক সদস্যও আহত হয়েছে। 

সোমবার বেলা ১১টায় কলারোয়া থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, কলারোয়ার কোটার মোড় এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেলো। 

এমন খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। 

সংবাদ সম্মেলন আরো বলা হয়েছে, পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা, এএসআই আনোয়ার ও কনস্টেবল রাজিব মীর আহত হন। এছাড়া ডাকাত দলের সদস্য মিজানুর (৫০) আহত হয়েছে। গোলাগুলির এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৬ ডাকাত সদস্যকে আটক করে। 

আটককৃত ডাকাত সদস্যরা হলো-যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হাজির আলী এলাকার বশির এর ছেলে হুমায়ুন কবির (৩৭), কোতয়ালী থানার মোল্ল্যাপাড়া গ্রামের সাইদুল ইসলাম (৬০), একই এলাকার ধলামিয়ার ছেলে মিজান (৪৭), শার্শা থানার বসতপুর গ্রামের আব্দুল ওহাব এর ছেলে আবুল কালাম (৫৫), একই গ্রামের নুর মোহাম্মাদ এর ছেলে আব্দুল্লাহ (৩০) ও সাতক্ষীরা সদর উপজেলার মধ্যকাটিয়া গ্রামের শেখ আব্দুল হামিদের ছেলে শেখ সাইদুজ্জামান (২৮)। 

ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি