ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

কসোভা পার্লামেন্টে কাঁদানে গ্যাসের ছড়াছড়ি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ২২ মার্চ ২০১৮

কসোভায় কাঁদানে গ্যাস ছোঁড়ার ঘটনা ঘটেছে। তবে সে ঘটনা রাজপথ বা কোন রাজনৈতিক সমাবেশে নয়, এমন ঘটনা ঘটেছে স্বয়ং দেশটির পার্লামেন্টে। দেশটির বিরোধীদলীয় সাংসদেরা এমন কাণ্ড ঘটিয়েছে।

মন্টিনিগ্রোর সঙ্গে সীমান্ত চুক্তি করতে সংসদে একটি বিল তোলে কসোভার সরকারি দল। তবে সেই বিলের বিরোধীতা করতে গিয়ে, বিরোধীদল সোস্যালিস্ট পার্টির নেতারা কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। এদিকে মন্টিনিগ্রোর সঙ্গে সীমান্ত চুক্তির মাধ্যমে দেশটি ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশের তালিকায় যুক্ত হতেই বিলটি পাশ করতে যাচ্ছে বলে জানা গেছে।

তবে সোস্যালিস্ট পার্টির আশঙ্কা, বিলটি পাশ হলে কসোভা কয়েক হাজার একর জমি হারাতে পারে। তাই মন্টিনিগ্রোর সঙ্গে সব ধরণের চুক্তি বাতিল করতে আবেদন জানায় সোস্যালিস্ট পার্টির নেতারা। তবে সরকারি দলকে ভোটে হারাতে ব্যর্থ হতে পারে এমন আশঙ্কাই বিরোধী দলের সাংসদের কাঁদানে গ্যাস ছোঁড়েন। তবে দ্বিতীয়বারের মতো সংসদ বসলে আবারও কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। এরপরই সংসদ মুলতবি হয়ে যায়।

উল্লেখ্য, কসোভো ২০০৮ সালে সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। দেশটির বিরোধীদলের এমপিরা এর আগেও পার্লামেন্টে কাঁদানে গ্যাস ছুড়েছেন বলে জানিয়েছে সিএনএন।

সূত্র: সিএনএন
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি