ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

কাঁচাবাজারে আজ থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩, ১ নভেম্বর ২০২৪

সুপারশপের পর আজ পহেলা নভেম্বর থেকে কাঁচাবাজারেও পলিথিন ব্যাগ নিষিদ্ধ। সরকার নির্দেশিত আইন মেনে না চললে তাদের আনা হবে আইনের আওতায়।  

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আজ শুক্রবার থেকে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর মনিটরিং চালু করা হচ্ছে। 

পাশাপাশি পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে। এ সময়ে কোনো সুপারশপ যদি পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এরই মধ্যে রাজধানীর সুপারশপগুলোয় পলিথিনের বিকল্প হিসেবে পাটব্যাগ, কাপড় ও কাগজের তৈরি ব্যাগ ব্যবহার শুরু হয়েছে। কিন্তু সেখানে এসব ব্যাগের সরবরাহ পর্যাপ্ত নয় বলে জানা গেছে।

এর আগে গত ২৭ অক্টোবর বাংলাদেশ সচিবালয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের একটি বিশেষ সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ১ নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর মনিটরিং চালু করা হবে। পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে। 

তিনি স্পষ্ট করেন, শুধুমাত্র পলিথিন শপিং ব্যাগ বন্ধ করা হবে এবং কোনো সুপারশপ যদি পলিথিন ব্যাগ সরবরাহ করে, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ ২০০২ সালে ১ মার্চ আইন করে বিষাক্ত পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। তবে পলিথিনের ব্যবহার কমেনি। বরং ২০ বছর ধরে বেড়েই চলেছে পলিথিনের উৎপাদন ও ব্যবহার। এর পর সরকার ২০১০ সালে আরেকটি আইন করে। সর্বশেষ এ আইন করা হলেও বাস্তবে কোনো কাজ হয়নি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি