ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত : ০৯:০২, ২৪ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৯:১৮, ২৪ জানুয়ারি ২০১৯

ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। বুধবার ভোর রাত ৩টা থেকে এ রুটে বন্ধ রাখা হয়েছে সব ধরনের ফেরি চলাচল। কুয়াশা বৃদ্ধি পাওয়ায় নৌপথে মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখতে না পাওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় চারশ যানবাহন।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কুয়াশার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মার্কিং পয়েন্ট ও বিকন বাতি না দেখতে পেয়ে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরে কুয়াশা কমলে নৌচলাচল শুরু করা হবে।

তবে যাত্রী নিয়ে কাঁঠালবাড়ি ও শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে গেছে ৫টি ফেরি। এগুলো ঘন কুয়াশার কারণে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে রয়েছে।

বিআইডব্লিউটিআই কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, রাত ২টা থেকে ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

অপরদিকে বিআইডব্লিউটিসির মেরিন ব্যবস্থাপক মো. শাজাহান জানান, ঘন কুয়াশায় দিক নির্দেশক- সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে আসলে চালকরা মাঝ পথে ফেরি নোঙ্গর করে রাখতে বাধ্য হয়।

টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি