ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাঁদতে কাঁদতে আমাদের চোখের পানি শুকিয়ে গেছে : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৮, ৯ জুলাই ২০১৭ | আপডেট: ১৩:৩১, ৯ জুলাই ২০১৭

ছবি : যশোরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের

ছবি : যশোরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের

Ekushey Television Ltd.

বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল বলেছেন, বিএনপি নেতারা বসে বসে প্রেস ব্রিফিং করে আর কান্নাকাটি করেন। আমাদের তো হাজার হাজার কর্মীকে তারা হত্যা করে রক্তস্রোত বইয়ে দিয়েছিলেন। আমাদের কাঁদতে কাঁদতে এখন চোখের পানি শুকিয়ে গেছে।

তিনি খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেওয়ার আগ রোববার সকালে যশোরের রাজারহাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে নির্মাণে জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানবিষয়ক সংস্থা-ইউনেস্কো কিছু শর্ত দিয়েছে। দেশ, জনগণ ও পরিবেশের স্বার্থে এগুলো আমরা সংশোধন করে নেব। তিনি আরও বলেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র একেবারেই নির্মাণ করা যাবে না বলে ইউনেস্কোর যে নিষেধাজ্ঞা ছিল, সেটা আমরা অতিক্রম করেছি। এখন বিদ্যুৎকেন্দ্র করা যাবে। এ ব্যাপারে যা সত্য, দিবালোকের মতো পরিষ্কার, সেটাই আমরা বলেছি। মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজানো বিএনপির পুরোনো অভ্যাস।’

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি