ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাউন্সিলের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায় বিএনপি

প্রকাশিত : ১৭:২৭, ১৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:২৯, ১৮ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

কাউন্সিলের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায় বিএনপি। শীর্ষ নেতারা বলছেন, তরুন, মেধাবী ও অভিজ্ঞতার মিশেলে এবারের নেতৃত্বে নতুন মুখ পাবে কেন্দ্রীয় নির্বাহী ও স্থায়ী কমিটি। কাল ৬ষ্ঠ কাউন্সিলের জন্য সব প্রস্তুতিও শেষ হয়েছে। সাত বছর পর হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কাউন্সিল। এনিয়ে সবশেষ তথ্য জানাতে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ৭৬ সাংগঠনিক জেলার নেতৃত্ব নির্বাচনের জন্য প্রায় তিন হাজার কাউন্সিলর আর আট হাজার প্রতিনিধি কার্ড বিতরণ হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউট প্রাঙ্গনে আয়োজিত এই সম্মেলনের নিরাপত্তা ও সম্মেলনের আয়োজন শেষ হয়েছে বলেও জানিয়েছেন কাউন্সিলের নিরাপত্তা দেখভালের দায়িত্বে থাকা হান্নান শাহ। তিনি বলেন, গঠনতন্ত্র পরিবর্তন থেকে শুরু করে নির্বাহী কমিটি ও স্থায়ী কমিটিতে আসবে নতুন মুখ। নেতারা বলছেন, মেধাবী, দক্ষ ও গ্রহনযোগ্য নেতারাই কমিটিতে স্থান পাবেন। আর কাউন্সিল পরবর্তী নেতৃত্বের কাজ হবে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন। দলের শীর্ষ দুই পদে পরিবর্তন না হলেও অন্য সবখানেই আসছে পরিবর্তন। তৃনমূল কর্মী সমর্থকদের দাবি, রাজনৈতিক অধিকার ফিরে পাবার আন্দোলনে রাজপথে থাকবে এই নেতৃত্ব।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি