ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাউন্সিল রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে, নেতাকর্মীরাও পুনরুজ্জীবিত হবেনঃ মির্জা ফখরুল

প্রকাশিত : ১৯:৪৯, ১৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৪৯, ১৭ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

bnpবিএনপির কাউন্সিল রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে দলের নেতাকর্মীরাও পুনরুজ্জীবিত হবেন বলে মনে করেন তিনি। বিএনপির কাউন্সিলের স্থান ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন পরিদর্শনের সময় মির্জা ফখরুল ইসলাম আলগমীর এ’সব কথা বলেন। কাউন্সিলের আপ্যায়ন, অভ্যর্থনা, প্রকাশনাসহ বিভিন্ন উপকমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারাও সেসময় তার সঙ্গে ছিলেন। মির্জা ফখরুল জানান, কাউন্সিলে প্রায় ২৮শ’ কাউন্সিলর অংশ নেবেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি