ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

কাজে আসেনি উট, ভালুকের ভবিষ্যদ্বাণী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ১৬ জুলাই ২০১৮

মস্কোর মেগা ফাইনালের ভবিষ্যদ্বাণী করেছিল দুবাইয়ের `জ্যোতিষি` উট শাহিন। সম্ভাব্য বিশ্বকাপজয়ী হিসেবে শাহিনের ভবিষ্যদ্বাণী ছিল প্রথমবার বিশ্বকাপের ফাইনালে ওঠা ক্রোয়েশিয়া। উট শাহিনের পাশাপাশি ফাইনালের ভবিষ্যদ্বাণী করেছিল রাশিয়ার ভালুক বুয়ান। তারও ভবিষ্যদ্বাণী ছিল বিশ্বকাপ জিতবে ক্রোয়েশিয়া।

কিন্তু বাস্তবে মিলল না শাহিন, বুয়ানের ভবিষ্যদ্বাণী। ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারায় ফ্রান্স। এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ঘরে তুলল ফরাসিরা। মস্কোয় শাহিন, বুয়ানের ভবিষ্যদ্বাণী ভুল প্রমান করে দিল এমবাপে, গ্রিজম্যানরা।

বিশ্বকাপের `সরকারি জ্যোতিষী` বিড়াল একিলিস ভবিষ্যদ্বাণী ঠিক মতো করতে পারেনি। রাশিয়া বিশ্বকাপের শুরুতে শাহিনের করা প্রায় সব ভবিষ্যদ্বাণী ভুল হয়েছিল। তবে নকআউট পর্ব থেকে ধীরে ধীরে ফর্মে ফেরে দুবাইয়ের `জ্যোতিষি` উট। দু`টি সেমিফাইনালের সঠিক ভবিষ্যদ্বাণী করে আবার শিরোনামে চলে আসে। কিন্তু ফাইনালে ডাঁহা ফেল শাহিনের গনণা।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি