ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

চারদিনের কাতার সফরের শেষদিনে আজ বৃহস্পতিবার দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এর আগে আজ সকালে দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ে ‘তিন শূন্য' তত্ত্বের ওপর আয়োজিত একটি অনুষ্ঠানে যোগদান করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সেখানে তিনি বক্তব্য প্রদান করছেন। প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বর্তমান প্রজন্মকে বিশ্বের সেরা এবং সবচেয়ে শক্তিশালী প্রজন্ম বলে উল্লেখ করেন।

তিনি কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমার মেধাকে কাজে লাগাতে হবে।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি