কাতারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নজরুল ইসলাম
প্রকাশিত : ২২:৫১, ১৪ অক্টোবর ২০২২
পেশাদার কূটনীতিক মো. নজরুল ইসলামকে কাতারে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রদূত হিসেবে বেইজিংয়ে বদলির আদেশাধীন কাতারের বর্তমান রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনের স্থলাভিষিক্ত হবেন তিনি। ইসলাম বর্তমানে ইথিওপিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।
একই সঙ্গে তিনি সুদান, দক্ষিণ সুদান, বুরুন্ডি ও আফ্রিকান ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও যোগাযোগের বিষয়টি অনাবাসিক দূত হিসেবে দেখভাল করছেন। নজরুল ইসলাম ১৫তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডার কর্মকর্তা। পেশাগত জীবনে তিনি রোম, কলকাতা, জেনেভাসহ বাংলাদেশের বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করেছেন।
হেড কোয়ার্টারে মাল্টিলেটারাল ইকোনমিক অ্যাফেয়ার্স, সিআইএসসহ বিভিন্ন অনুবিভাগ সামলেছেন। তিনি বাংলাদেশের পক্ষে বহু নেগোসিয়েশনে অংশ নিয়েছেন। ওই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং পরবর্তীতে ফ্রান্স, নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ নিয়েছেন।
ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। তার সহধর্মিণী নাহিদা সোবহানও কীর্তিমতি কূটনীতিক। তিনি বর্তমানে জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন। দুই সন্তান নিয়ে নজরুল-নাহিদা দম্পতির সুখের সংসার।
কেআই/
আরও পড়ুন