ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাতারে মাষ্টারদা সূর্যসেনের মৃত্যুবার্ষিকী পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২০, ১৯ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০৯:২৬, ২০ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

কাতারে মাষ্টারদা সূর্যসেনের ৮৪তম মৃত্যু বার্ষিক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দেশটির রাজধানী দোহার একটি হোটেলে রুপসী বাংলা সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত এ আলোচনা অনষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাষ্টারদা সূর্যসেন শুধু বাঙালির গর্বের প্রতীক নয়। তিনি সমগ্র পৃথিবীর নিপীড়িত, শোষিত, বঞ্চিত ও পরাধীন দেশের মানুষের সংগ্রামের প্রেরণা হিসেবে আজীবন পৃথিবীর ইতিহাসে বেঁচে থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম নাসির উদ্দিন চৌধুরী। রহিম পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী অধ্যাপক তপন মহাজন। বিশেষ অতিথি ছিলেন এম ফোরকান, এম হারুন, এম ফরিদুল আলম, মোহাম্মদ এনাম, আব্দুল জলিল, জুয়েল, সৈয়দ আরিফ।

অনুষ্ঠানে সূর্যসেনের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি