ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাতারে সুজানগর আইডিয়াল মাদ্রাসা কমিটির ইফতার মাহফিল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৭, ৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

কাতারে সুজানগর আইডিয়াল মাদ্রাসা কমিটির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দেশটির রাজধানী দোহার বিন ওমরান সিজান হোটেলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী। এতে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ কবির, রইছ উদ্দিন, আব্বাস উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামাল উদ্দিন তফাদার।

হাফিজ লিয়াকত আলীর সঞ্চালনায় বক্তারা বলেন, মানুষের জন্য জ্ঞান অর্জন ও তার সঠিক ব্যবহার আবশ্যক। দিন দিন শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে কিন্তু নৈতিকতা তুলনামূলক হ্রাস পাচ্ছে। মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো দ্বীনি জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করতে কাজ করে যাচ্ছে। দ্বীনি শিক্ষার জন্য মাদ্রাসা শিক্ষার কোন বিকল্প নেই।

মাদ্রাসার বিভিন্ন কাজে অবদান রাখায় কয়েক জনকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

এছাড়া ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা কররেন মাওলানা মাজহার উদ্দিন।

উল্লেখ্য, সিলেটের মৌলভিবাজার জেলার বড়লেখায় সুজানগরে এই মাদ্রাসাটি অবস্থিত।

কেআই/এসি   

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি