ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাতারে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪০, ২৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:১৭, ৮ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

কাতারে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।


নিহতরা হলেন- মকসুদ বখস (৩২) ও ফয়সল আহমদ (২৮) । কাতার কমিউনিটি নেতা আব্দুস সালাম ফুল জানান, শনিবার দিবাগত রাতে তারা তাদের কর্মস্থল থেকে নিজের গাড়িতে করে বাসায় ফেরার পথে হোম সালাল আলী শহরে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে দোহা হামাদ মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠায়।


মকসুদ বখসের বাড়ি কুলাউড়া পৌরসভার জয়পাশা গ্রামে। আর নিহত ফয়সল আহমদ বড়লেখা উপজেলার কাঠালতলী খলাগাঁও গ্রামে।

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি