ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাতারে সড়ক দুর্ঘটনা, ২ বাংলাদেশি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৩, ১২ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই বাংলাদেশি। নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত একজনের নাম সামসুদ্দীন রিয়াদ চৌধুরী। তার বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ে। অন্যজনের নাম জানা না গেলেও তার বাড়ি চট্টগ্রামের রাউজানে বলে জানা গেছে।

গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা মারা যান। বর্তমানে নিহতদের মরদেহ কাতারের ওয়াকরা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কাতারের মীরসরাই সমিতির সূত্র থেকে জানা গেছে, নিহত রিয়াদ চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলি নগরের বাহার চৌধুরীর ছেলে। রিয়াদ কাতারের আল খোর এলাকায় কর্মরত ছিলেন্।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি