ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

কাতার বিশ্বকাপের আগেই রেকর্ডবুকে এই ৬ জন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২২, ১৭ নভেম্বর ২০২২ | আপডেট: ১৩:০২, ১৭ নভেম্বর ২০২২

রোববার থেকেই শুরু হতে চলেছে ফুটবলের মহাযজ্ঞ তথা বিশ্বকাপ। এবারই প্রথম মধ্যপ্রাচ্যে হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার আগে দেখে নেয়া যাক এমন ৭টি বিষয়, যার ফলে রেকর্ড বইয়ে নাম উঠে যাবে এই ৬ ফুটবলারের।

সর্বকনিষ্ঠ ফুটবলার: 

এবারের বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী বা তরুণ ফুটবলার হতে যাচ্ছেন জার্মানির ইউসুফা মৌকোকো। তার জন্ম ২০০৪ সালের ২০ নভেম্বর। সেই হিসাবে মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবেন মৌকোকো।

বয়স্ক ফুটবলার:

এবারের বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক ফুটবলার হতে যাচ্ছেন মেক্সিকোর আলফ্রেডো তালাভেরা। তার জন্ম ১৯৮২ সালের ১৮ সেপ্টেম্বর। অর্থাৎ ৪০ বছর বয়সে বিশ্বকাপ খেলতে নামবেন এই গোলরক্ষক।

খর্বকায় ফুটবলার: 

কাতার বিশ্বকাপের সবচেয়ে খর্বকায় বা কম উচ্চতার ফুটবলার হতে যাচ্ছে মরক্কোর ইলিয়াস চেয়ার। তার দৈহিক উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি।

দীর্ঘকায় ফুটবলার:

নেদারল্যান্ডসের আন্দ্রিয়েস নোপ্পের্ত হতে যাচ্ছেন এবারের বিশ্বকাপের সবচেয়ে দীর্ঘকায় ফুটবলার। ডাচ এই গোলরক্ষকের দেহের উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি।

সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার:

বিশ্বকাপের আসরে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার হতে যাচ্ছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮- এই চারটি বিশ্বকাপ মিলিয়ে মোট ১৯টি ম্যাচ খেলেছেন ক্ষুদে জাদুকর। এবারের বিশ্বকাপে নামা কোনও ফুটবলার এত ম্যাচ খেলেননি।

সর্বোচ্চ গোলদাতা:

এবারের বিশ্বকাপে যেসব ফুটবলার খেলছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছেন জার্মানির টমাস মুলার। বিশ্বকাপের আসরে মোট ১০টি গোল করেছেন এই জার্মান তারকা।

সর্বোচ্চ অ্যাসিস্ট: 
এই নজিরটাও মুলারের দখলে। জার্মানির এই ফুটবলার এখনও পর্যন্ত বিশ্বকাপের আসরে ৬টি অ্যাসিস্ট করে রয়েছেন সবার ওপরে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি