ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কাদেরের কললিস্টে শুধু নায়িকা আর মডেলের নাম্বার, মিলল যাদের নাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০২, ৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বিভিন্ন নায়িকা ও মডেলের ছবি ভাইরাল হওয়া ছিল নিয়মিত ঘটনা। এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আলোচনা-সমালোচনা হতো নেটিজেনদের মুখে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে তিনিও গা ঢাকা দেন।

এরপর থেকে তার সম্পর্কে একের পর এক  চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। সর্বশেষ ৫ আগস্টও ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বরটি খোলা ছিল। ওই দিন দুপুর ২টা ৪২ মিনিটে তার ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হলো তার একটি কললিস্ট। কললিস্ট অনুযায়ী, ৫ আগস্ট আগে-পরে দুই মাসে অসংখ্য নম্বরে কথা বলেছেন কাদের। যেখানে অনেক নায়িকা ও মডেল অভিনেত্রীদের সাথে যোগাযোগ রাখার বিষয়টি উঠে এসেছে।

 ওই কললিস্ট অনুযায়ী নায়িকা কেয়া, মিস বাংলাদেশ ফারজানা, অ্যানজেনা এলিনসহ মডেল নায়িকারা যেমন আছেন। তেমনি ফোন দিয়েছেন ময়মনসিংহের নেত্রী কবিতাকেও।

ওবায়দুল কাদেরের ৫ আগষ্ট সহ আগের এবং পরবর্তী সময়ের কললিস্টের সিডিআর কপির আংশিক প্রকাশ করে সাংবাদিক জাওয়ার নির্ঝর। তবে এই সিডিআর কপি বের করেছেন সাংবাদিক মুনওয়ার আলম নির্ঝর।

জাওয়ার নির্ঝর ফেসবুকে এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন। তিনি ওবায়দুল কাদের কললিস্টের সিডিআর কপির আংশিক প্রকাশ করে লিখেছেন, এতো নম্বর যাচাই বাছাই করতে সময় লাগছে। নম্বরগুলো ট্রু কলারসহ বিভিন্ন মাধ্যমে যাচাই বাছাই করা হচ্ছে। সেটাও মুনওয়ার আলম করছেন।

তিনি আরও লিখেন, ওবায়দুল কাদেরের কললিস্ট পর্যালোচনা করে দেখলাম, ফোনে সে কম কথা বলতো। কিন্তু তার ফোন লিস্টে নায়িকা মডেল অভিনেত্রীদের নম্বর কেনো? তাদেরকেও কি রাজনীতি শেখাতেন ওবায়দুল কাদের??

এর আগে দেশের বিভিন্ন লোকেশনে ওবায়দুল কাদের আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার খবর ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনী অভিযানও চালিয়েছে। তবে কোথাও মেলেনি তার খোঁজ। গুঞ্জন আছে, অন্যান্য নেতাদের মতো দেশ ছেড়ে পালিয়েছেন ওবায়দুল কাদেরও। তিনিও ভারতে আছেন।

তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন ও কললিস্ট ভাইরাল হয়েছে। তবে ওই কল লিস্টের সত্যতা নিশ্চিত করা যায়নি। ভাইরাল ওই তালিকায় দেখা যায়, সর্বশেষ ৫ আগস্টের দিন দুপুর ২টা ৪২ মিনিটে তার ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর।

ওই তথ্য অনুযায়ী, রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোড ৪৭(২/৬) সর্বশেষ অবস্থান পাওয়া যায় ওবায়দুল কাদেরের। ওই তালিকায় দেখা গেছে, ওবায়দুল কাদের মোবাইল ফোনে খুব কম কথা বলতেন। দলীয় কার্যালয়, নিজের বাসা ছাড়া ছাড়া খুব বেশি স্থানে তার কল লোকেশন পাওয়া যায়নি।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি