ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাদের-চুন্নুকে অব্যাহতি দিয়ে দলের দায়িত্ব নিলেন রওশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৮, ২৮ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

জাতীয় পার্টি থেকে জিএম কাদের ও মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে নিজেই দলের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন রওশন এরশাদ। দলের গঠনতন্ত্রের ২০/১ ধারার ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেন তিনি।

রোববার (২৮ জানুয়ারি) গুলশানে নিজ বাসভবনে নেতাকর্মীদের এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেন তিনি। 

রওশন এরশাদ জানান, সংকট নিরসনে দলের নেতা-কর্মীদের অনুরোধে এবং পার্টির গঠনতন্ত্রের ২০/১ ধারার ক্ষমতাবলে চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন তিনি। 

একইসাথে নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন রওশদ এরশাদ। 

তিনি আরও জানান, পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী মোঃ মামুনুর রশিদ মহাসচিবের দায়িত্ব পালন করবেন। সার্বিকভাবে সাংগঠনিক কার্যক্রম তিনিই পরিচালনা করবেন বলে জানান রওশদ এরশাদ।

দ্বাদশ নির্বাচনের আগে পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের বক্তব্য ও বিবৃতি এবং নির্বাচন-পরবর্তী সময়ে তাদের ভূমিকা পার্টিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি