ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কানপুরে তাইজুলকে খেলানোর পরামর্শ মাঞ্জেকারের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড গড়েছেন টাইগাররা। বোলিং-ব্যাটিং কোনো বিভাগেই খুব একটা স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি নাজমুল শান্ত’র দলকে। এমন পরিস্থিতি থেকে উঠে আসতে কানপুর টেস্টে এক পেসার কমিয়ে বাড়তি স্পিনার খেলানোর পরামর্শ দিয়েছেন সঞ্জয় মাঞ্জরেকার। 

ভারতের সাবেক খেলোয়াড় ও ক্রিকেট বিশেষজ্ঞ সঞ্জয় মাঞ্জরেকার বলেন, সাকিব-মিরাজের পাশাপাশি তাইজুল ইসলাম টাইগার বোলিং অ্যাটাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। 

চলতি সিরিজ খেলতে রাওয়ালপিন্ডির সুখ-স্মৃতি নিয়ে ভারতে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট সিরিজে পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশের অর্জন অনুপ্রেরণা ছিল টাইগারদের জন্য। তবে ভারতে সিরিজের প্রথম টেস্টেই হোঁচট খেয়েছে চান্দিকা হাথুরুসিংহের শিষ্যরা। তিন পেসার খেলিয়েও কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় হতাশ পুরো দল।

সঞ্জয় মাঞ্জরেকার বলেন, টার্নিং উইকেটে ভারতকে চাপে ফেলার ক্ষমতা আছে তাইজুলের। রোহিত-বিরাটদের আটকাতে তিন পেসার খেলানোটা আদর্শ মনে হচ্ছে না। গ্রিন টপে খেললেও তৃতীয় বা চতুর্থ দিনে গিয়ে পিচ টার্ন করবে। সেক্ষেত্রে দুই পেসারই যথেষ্ট। আমার মনে হয় তাইজুলের একাদশে ফেরা উচিত।

দীর্ঘ দিন ধরে টেস্ট খেললেও এখনও ধারাবাহিক নয় টাইগারদের পারফরমেন্স। ব্যাটে-বলে এর প্রভাব স্পষ্টভাবে ফুটে উঠছে। তাই উন্নতির জন্য ক্রিকেটারদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন সঞ্জয় মাঞ্জরেকার। তিনি বলেন, সাকিব-মুশফিকরা অনেকদিন ধরে ক্রিকেট খেলছে। তাদের কাছ থেকে প্রত্যাশাটাও বেশি থাকা স্বাভবিক। বড় দলগুলোর সাথে খেলার সময় তাদের আরও মানসিকভাবে শক্ত হওয়া দরকার। লিটন দাসদেরও দায়িত্ব নিতে হবে। তবে পেস ইউনিট আলো ছড়ালেও স্পিনেও ধারাবাহিকতা প্রয়োজন।

টেস্ট ম্যাচে ধৈর্য ধরে শেষ পর্যন্ত খেলার প্রতি তাগিদ দেন সঞ্জয় মাঞ্জরেকার। সেই সাথে মানসিক শক্তি বাড়াতে বাড়তি নজর দেয়ার পরামর্শ দেন এই ধারাভাষ্যকার।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি