ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

কানাডায় বাসের সঙ্গে লরির সংঘর্ষে নিহত ১৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ৭ এপ্রিল ২০১৮

কানাডায় জুনিয়র আইস হকি দলের খেলোয়াড়দের বহনকারী একটি বাসের সঙ্গে একটি লরির সংঘর্ষে চালকসহ ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে সাসকাচুয়ান অঙ্গরাজ্যের টিসডেলের হাইওয়ে থার্টিফাইভে এ দুর্ঘটনা ঘটে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, সাসকাচুয়ান জুনিয়র হকি লিগের দল হ্যাম্বল্ট ব্রঙ্কসের খেলোয়াড়দের বহনকারী বাসটিতে ২৮ জন আরোহী ছিলেন। এ দুর্ঘটনায় চালকসহ ১৪ জন নিহত হয়েছেন। আহত বাকি ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তিনি আরও জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। খেলোয়াড়দের বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে।

শনিবার সকালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার এক টুইটে হতাহত খেলোয়াড়দের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ট্রুডো বলেছেন, তাদের বাবা-মা কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন তা আমি ঠিক কল্পনাও করতে পারছি না। এই দুর্ঘটনায় হতাহত সবার প্রতি অন্তরের গভীর থেকে সমবেদনা জানাচ্ছি।

তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস।

একে// এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি