ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

কানাডায় বিয়ের অনুষ্ঠানে গুলি, নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৫, ৪ সেপ্টেম্বর ২০২৩

কানাডার রাজধানী অটোয়াতে একটি অভ্যর্থনা স্থলেবন্দুকধারীর গুলিতে দু’জন নিহত ও ছয়জন আহত হয়েছে। 

স্থানীয় সময় শনিবার রাত ১০টা ২১ মিনিটে (গ্রিনীচ মান সময় রোববার ০২২১টায়) দক্ষিণ-প্রান্তের একটি কনভেনশন হলের পার্কিংস্থলে গুলি বর্ষণ শুরু হয়। খবর এএফপি’র।

একই সঙ্গে দু’টি বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের বাইরে বন্দুকযুদ্ধ শুরু হলে অতিথিদের মধ্যে আতঙ্ক দেখা দিলে তারা নিরাপদস্থানে আশ্রয় নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ঘটনাস্থল ছেড়ে যাওয়া সম্ভব না হলে পুলিশ আমাদের গাড়িতে থাকতে বলে।’

অটোয়া পুলিশ নিশ্চিত করেছে, কানাডার বৃহত্তম শহর টরেন্টো থেকে ২৬ ও ২৯ বছর বয়সী দু’জনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, আহত ৬ জনের মধ্যে কয়েকজন আমেরিকান রয়েছে। তাদের জীবন শঙ্কা মুক্ত। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

কানাডা সরকারের মতে, বেশ কয়েকটি শহরে সাম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন গুলি-হামলাসহ সশস্ত্র সহিংসতা ক্রমন্বয়ে বৃদ্ধি পেয়েছে। ২০০৯ সাল থেকে দেশটিতে সহিংস বন্দুক হামলা ৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি