কানাডায় যারা আসতে চান তাদের জন্য পরামর্শ
প্রকাশিত : ১৮:০৬, ৩১ আগস্ট ২০২৩
কানাডায় আসার জন্য যারা পরিকল্পনা করছেন বা যারা ভিসা হাতে পেয়ে গেছেন তারা নিশ্চয়ই চিন্তা করছেন কানাডায় খরচ কেমন। অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছেন, কানাডায় কি সবকিছু অনেক দামী কিনা?
এক কথায় উত্তর, জি হ্যাঁ। সবকিছুর দাম বেশি। গ্রোসারি থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই যে দাম একটু কম। সবচেয়ে বেশি খারাপ অবস্থা হাউজিং ব্যবস্থা। আপনি যে ধরণের এপার্টমেন্টে থাকুন না কেন, ভাড়া দিতে আপনাকে গুনতে হবে মোটা অংকের টাকা। বাড়ির বেজমেন্ট থেকে শুরু করে এপার্টমেন্ট কোথাও কোনো সুযোগ নেই কম দামে ভাড়া পাওয়া যাবে।
বাচ্চাসহ একটা ফ্যামিলি থাকার জন্য যদি বেজমেন্ট ভাড়া নেন তাও কমপক্ষে ১ হাজার থেকে ১২শ কানাডিয়ান ডলার। বেশিও হতে পারে। এলাকা ও বেজমেন্টের কোয়ালিটির ওপর ভাড়া কম বেশি নির্ভর করে।
টরন্টোতে এক বেডরুম এপার্টমেন্ট কত ভাড়া গুগলে সার্চ করলে কী উত্তর পেলাম দেখুন, "Rent Prices. As of August 2023, the average rent for a 1-bedroom apartment in Toronto, ON is $2,500. This is a 25% increase compared to the previous year."
তবে আপনাদের আশা জাগানোর জন্য বলছি কোথাও কোথাও একটু কম পাওয়া যেতেও পারে।
এখন আপনাদের জন্য যে পরামর্শটা আমি মনে করি সেটা হলো আপনারা যদি কানাডায় আসার সুযোগটা পেয়েই যান, আসতে পারেন। আপনারা যারা চান্স পাচ্ছেন তারা নিঃসন্দেহে সবদিক থেকে উপযুক্ত। আর্থিক দিক থেকেও। তাই যদি আসতে চান আর্থিকভাবে যথেষ্ট শক্ত হয়ে আসতে হবে। ধরেন আসার পর পাঁচমাস কাজ পাচ্ছেন না। তখন নিজের পকেটের টাকা দিয়েই তো চলতে হবে তাই নয় কি?
এখানকার বাস্তব বিষয়গুলো আগে আপনার মাথায় রাখতে হবে তারপর অনেক সময় পাওয়া যাবে ফ্যান্টাসিতে ভাসার। তো বলবেন বাস্তব বিষয়গুলো আবার কী বলেন শুনি। হ্যাঁ, সেগুলো হলো, ১. চাকরি পাওয়া সহজ না ২. সব জিনিসের দাম বেশি ৩. বাসা ভাড়া effort করা সাধ্যের মধ্যে না।
এই তিনটার কথাই বলব। তাহলে বলবেন, এত সমস্যার পরেও কেনো আসার পরামর্শ দিচ্ছেন? দিচ্ছি এ কারণেই যে Canada is an amazing country.
আপনি যদি কষ্ট করতে পারেন এদেশে বসে তার ফল আপনি ভোগ করতে পারবেন তাতে সন্দেহ নেই। এমন কি কষ্ট না করেও তো বহু মানুষ বহাল তবিয়তে চলছে। বলবেন তো সেটা কেমন করে? ঐ যে বসে বসে সরকারের ভাতা খাওয়া, এটা-সেটা অনেক কিছু আছে। তবে আমি আপনাদের কাজ করে কষ্ট করে খাওয়ার পরামর্শ দিব। যেটা আপনার জন্য সম্মানজনক হবে। শুরুতে এসেই খুব বড় পদে চাকরি না পেলে ভেঙ্গে পড়ার কারণ নেই। Surviving job করে কিছুটা দাঁড়িয়ে নেবেন। তারপর কানাডিয়ান একটা ডিগ্রি / ডিপ্লোমা নেবেন।
মোট কথা আপনি একটা ছক আঁকাবেন। ছক অনুযায়ী এগুবেন। আপনার যদি কাজ করার ফিজিক্যাল ও মেন্টাল শক্তি থাকে আর সেই সঙ্গে কমিউনিকেশন স্কিলটা মজবুত থাকে তাহলে আপনি কানাডায় যতভাবে ভালো থাকা যায় থাকতে পারবেন। অন্যের কাছে হেল্প মি, হেল্প মি করে কোনো দিন এগুনো যাবে না। কানাডায় আপনি বহুভাবে শান্তি খুঁজে পাবেন।
এদেশের সরকার অনেকভাবে সাহায্য করেন। যা পৃথিবীর আর কোথাও পাওয়া সম্ভব না। অন্তত স্বাধীন দেশে ফেরারীর মতো ঘুরে বেড়াতে হবে না। আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।
এমএম//