ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কান্না থামছিল না ফেরদৌসের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৫, ২৩ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

নায়করাজ রাজ্জাক সোমবার মারা গেছেন। এফডিসিতে প্রথম নামাজে জানাজা শেষে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রিয় নায়কের মরদেহ রাখা হয়। আজ ভোরে রাজ্জাকের মেজ ছেলে বাপ্পি কানাডা থেকে আসার পর সকালে বনানী গোরস্থানে দাফন করা হয় করা হয় নায়করাজকে।
মৃত্যুর খবর পাওয়ার হাসপাতালে ছুটে যান শুভাকাঙ্ক্ষী ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অনেকের মতো ছুটে যান নায়ক ফেরদৌস। সবার চোখেই জল। কিন্তু ফেরদৌসের কান্না যেন থামছিলই না। কান্নায় ভেঙে পড়েন ফেরদৌস। প্রিয় মানুষের মৃত্যুতে দারুণভাবে মুষড়ে পড়েন এই অভিনেতা।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি