কাফিকে আশ্বস্ত করল সেনাবাহিনী
প্রকাশিত : ১৪:৫৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/02-2502130857.jpg)
দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনা সদস্যরা আশ্বস্ত করে বলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনা হবে।
গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাফির আগুনে পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করেন উপজেলার পায়রা আর্মি ক্যাম্পের সদস্যরা। এ সময় তারা কাফি ও তার পরিবারকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে পটুয়াখালীতে কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কাফি নিজেই বাদী হয়ে কলাপাড়া থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে এই মামলা করেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, ‘অজ্ঞাত ব্যক্তিদের নামে কাফি মামলা করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে। অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনা হবে।’
মামলায় কাফি উল্লেখ করেন যে, জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং ধানমণ্ডি ৩২-এ গুমের আস্তানা ধ্বংসে জনগণের সঙ্গে ফ্রন্টে থাকায় পরিকল্পিতভাবে তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে কাফির কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এসএস//
আরও পড়ুন