ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কাফির বাড়ি পোড়ানোর রহস্য উন্মোচিত, গ্রেপ্তার ২

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১০, ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পটুয়াখালীস্থ কলাপাড়া উপজেলার গ্রামের বাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান পরিকল্পনাকারীসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। 

আজ সোমবার বিকেল সাড়ে তিনটায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো: আনোয়ার জাহিদ।

পুলিশ সুপার জানান, গত ১২ ফেব্রুয়ারি গভীর রাতে কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন লাগিয়ে তার বসত ঘর পুড়িয়ে দেয়। এ ঘটনায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। কাফি বিপ্লবী সরকার গঠনের ডাক দিবেন বলে সরকারের প্রতি আল্টিমেটাম দেন। পরের দিন তিনি কলাপাড়ায় অজ্ঞাতদের আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
 
পুলিশ সুপার আরও জানান, মামলা দায়েরের পর অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তদন্তে নামে। তারা তথ্য প্রযুক্তির সহয়তা নিয়ে ঘটনার পারিপার্শিকতা বিশ্লেষণ করে গতকাল রাতে বরিশালের কোতোয়ালি থানা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুইজনকে গ্রেফতার করে। 
গ্রেফতারকৃতরা হলেন বরগুনা জেলার আমতলী থানার নসা হাওলাদারের ছেলে মো: শাহাদত হাওলাদার (২২) ও কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের হিরণ মোল্লার ছেলে মাহফুজ মোল্লা (২১)। আটককৃত দুই জনই বরিশালের দুটি কলেজে লেখাপড়া করে। 

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি পোড়ানোর ঘটনায় কাফির ভূমিকা জন্য তারা কাফির প্রতি ক্ষিপ্ত হয়। তারা প্রতিশোধ পরায়ন হয়ে পরিকল্পনা করে কাফির বাড়ি পুড়িয়ে দেবে। 

পরিকল্পনা অনুসারে শাহাদত ও মাহফুজ বরিশাল হতে ১২ ফেব্রুয়ারি রাত আটটার দিকে বাসযোগে বরগুনা জেলার আমতলী উপজেলার বান্দুরা স্টেশনে নামে। সেখান থেকে শাহাদত তার পূর্ব পরিচিত এক দোকান থেকে ৫০০ টাকার কেরোসিন কিনে একটি মোটরসাইকেল ভাড়া নিয়ে রাত সাড়ে ১২টার দিকে কাফির বাড়ির পাশে পৌঁছায়। 

পরবর্তীতে তারা ঘরের চারপাশে কেরোসিন ঢেলে শাহাদতের সাথে থাকা ম্যাচ দিয়ে আগুন লাগিয়ে দেয়। আগুনে ঘর পোড়ার দৃশ্য নিজেদের মোবাইলে ধারণ করে তারা সেখান থেকে চলে যায়। 

এ ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে বলে জানান পুলিশ সুপার।

প্রেসব্রিফিং শেষে সাংবাদিকদের কাফি জানান, তিনি সরকারের কাছে বিশেষ করে পুলিশ বিভাগের কাছে কৃতজ্ঞ কারণ তারা ক্লুলেস ঘটনার মূল পরিকল্পনাকারীকে আটক করতে সক্ষম হয়েছে। এরা যেন কঠিন শাস্তি পায় সে বিষয়ে সরকারের কাছে আহবান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি