কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪০
প্রকাশিত : ১৫:৫২, ২৮ ডিসেম্বর ২০১৭
আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে কাবুলে একটি সংবাদ সংস্থা ও একটি সাংস্কৃতিক কেন্দ্রের দফতরের কাছাকাছি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। দেশটির সরকারি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।
একজন আত্মঘাতী বোমারু এ হামলাটি চালায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। ঘটনাস্থল থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা জানান, তিবিয়ান সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এবং আফগান ভয়েস নিউজ অ্যাজেন্সির কাছাকাছি এলাকায় আত্মঘাতী এ হামলার ঘটনা ঘটে। এতে হতাহতের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হতাহতদের মধ্যে বেশিরভাগই সাংস্কৃতিক কেন্দ্রের দর্শনার্থী।
হামলার দায় কেউ স্বীকার করেনি। তালেবানরা এ ঘটনায় দায়ী নয় বলে দাবি করেছে।
উল্লেখ্য, ২০১৭ সালে আফগানিস্তানের সংবাদমাধ্যমগুলোতে বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটে। গত মে মাসে আফগানিস্তানের জালালাবাদে একটি টেলিভিশন ভবনে আইএস হামলা চালালে ৬ জন নিহত হন। এছাড়াও গত নভেম্বরে একটি বেসরকারি টেলিভিশনে আইএস এর হামলায় একজন নিরাপত্তা কর্মী নিহত হন।
সূত্র: আল জাজিরা
একে// এআর
আরও পড়ুন