ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

কাভানির নৈপুণ্যে পিএসজির জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ২৫ নভেম্বর ২০১৮

ফরাসি লিগ ওয়ানে জয়ের ধারা ধরে রেখেছে পিএসজি। এদিনসন কাভানির একমাত্র গোলে তুলুজকে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।

শনিবার ঘরের মাঠে ক্লাব তুলুজকে ১-০ গোলে হারিয়েছে থমাস তুখেলের শিষ্যরা। এর ফলে ফ্রান্সের শীর্ষ লিগে টানা ১৪ জয় পেল তারা।

নিজেদের মাঠে খেলতে নেমে ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালায় পিএসজি। আর ম্যাচের ৯ম মিনিটেই গোলের দেখা পান উরুগুয়ে স্ট্রাইকার এডিনসন কাভানি। বাঁ দিক থেকে আনহেল দি মারিয়ার শট গোলরক্ষক রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলে ফরাসি মিডফিল্ডার আদ্রিওঁ রাবিও হেড করার পর পেয়ে যান কাভানি। বল নিয়ন্ত্রণে নেওয়ার ফাঁকে এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে জোরালো শটে জাল খুঁজে নেন উরুগুয়ের এই স্ট্রাইকার। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে ম্যাচে ফেরার চেষ্টা করলেও সুযোগ পায়নি তুলুজ। ব্যবধান বাড়াতে পারেনি পিএসজিও। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

ফ্রান্সের শীর্ষ লিগে এ নিয়ে টানা ১৪ জয়ে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পিএসজি। সমান ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিওঁ। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তুলুজ আছে ১৫তম স্থানে।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি